Header Ads

Header ADS

Top Five Metro Rail | বিশ্বের দীর্ঘতম ৫ টি মেট্রোরেল | Top 5 Metro Systems of the World

 


বিশ্বের দীর্ঘতম ৫ টি মেট্রোরেল! 

শহরকেন্দ্রিক মানুষের যাতায়াত সহজ করতে অনেক আগে থেকেই ব্যবহার করা একটি পরিবহন মেট্রোরেল। এটিতে একইসঙ্গে যেমন অনেকে যাতায়াত করতে পারেন, তেমনি এড়ানো যায় যানজট। ফলে স্বাভাবিকভাবেই ব্যবহারের দিক থেকে যাত্রীদের পছন্দের তালিকায় এটি অনেকটাই এগিয়ে থাকে।


Tazza Trendz এর আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন বিশ্বের দীর্ঘতম 5 টি মেট্রোরেল লাইন সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের 1 নং তালিকায় আছে - 

১. সাংহাই মেট্রো





চীনে অবস্থিত সাংহাই মেট্রো পৃথিবীর দীর্ঘতম মেট্রো। ১৯৯৩ সালে ৮৩১ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো নির্মাণ করা হয়। পৃথিবীর অন্যতম ব্যস্ত এই মেট্রোরেলে ৫০৮টি স্টেশন রয়েছে। বছরে প্রায় তিন হাজার ৭০০ কোটি যাত্রী এই মেট্রো ব্যবহার করেন।


২. বেইজিং সাবওয়ে





পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম মেট্রোরেলের তালিকায় আছে চীনের আরেকটি মেট্রো লাইন, বেইজিং মেট্রো। মাটির নিচ দিয়ে চলাচল করা ৭৮৩ কিলোমিটারের এই সাবওয়ের স্টেশন সংখ্যা ৪৬৩টি। পূর্ব এশিয়ার সবচেয়ে পুরনো এই সাবওয়েটি ১৯৭১ সালে উদ্বোধন করা হয়। চীনে এই সাবওয়েটি ‘আন্ডারগ্রাউন্ড ড্রাগন’ নামেও পরিচিত।


৩. লন্ডন আন্ডারগ্রাউন্ড





শহরের বাসিন্দাদের যাতায়াত সহজ করার লক্ষ্য নিয়ে লন্ডন আন্ডারগ্রাউন্ড পৃথিবীর প্রথম মাটির নিচে নির্মিত মেট্রো। ১৮৯০ সালে এটি নির্মাণ করা হয়। দৈর্ঘ্যের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা ৪০২ কিলোমিটারের এই মেট্রো স্থানীয়ভাবে ‘টিউব’ নামে পরিচিত। ২৭০টি স্টেশনের এই মেট্রোতে দৈনিক ৫০ লাখেরও বেশি যাত্রী যাতায়াত করে।


৪. গুয়াংঝো মেট্রো





দীর্ঘতম মেট্রোরেলের তালিকায় চতুর্থ স্থানে আছে চীনের আরেক মেট্রোরেল, গুয়াংঝো। ৬০৭ দশমিক ৬ কিলোমিটার দৈর্ঘ্যের এই মেট্রো ১৯৯৭ সালে জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। ২৯৪টি স্টেশনের এই মেট্রোতে প্রতিদিন প্রায় এক কোটি মানুষ যাতায়াত করে থাকে।


৫. নিউইয়র্ক সিটি সাবওয়ে





নিউইয়র্ক সাবওয়ে দীর্ঘতম মেট্রোলাইনের দিক থেকে পঞ্চম অবস্থানে আছে। ৩৯৯ কিলোমিটার দৈর্ঘ্যের সাবওয়েটিতে ১৯০৪ সালে চালু হয়। এতে ৪৭২টি স্টেশন আছে। ১১৮ বছরের পুরনো সাবওয়েটি প্রতিদিন ৫০ লাখের ওপরে যাত্রী ব্যবহার করে থাকে।


এই ছিল বিশ্বের দীর্ঘতম 5 টি মেট্রোরেল লাইন সম্পর্কে আমাদের আজকের আয়োজন। Blog টি শেষ পযর্ন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। Blog টি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট শেয়ার  করে আমাদের পাশেই থাকবেন।

পরবর্তী সময়ে আরও একটি নতুন পর্ব নিয়ে চলে আসব আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ্ সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক।

আল্লাহ্ হাফেজ!! 

Top Five Metro Rail | বিশ্বের দীর্ঘতম ৫ টি মেট্রোরেল | Top 5 Metro Systems of the World | Tazza Trendz

Follow Us:

 Facebook
 Youtube 




No comments

Powered by Blogger.