পৃথিবীতে সবচেয়ে ১০ টি বৃহত্তম ধর্ম | Top 10 Religion in the world | Tazza Trendz
10টি সবচেয়ে বড় ধর্ম এবং তাদের মূল বিশ্বাস
পৃথিবীতে সবচেয়ে ১০ টি বৃহত্তম ধর্ম | Top 10 Religion in the world
কখনও কি আপনার মনে প্রশ্ন জেগেছে, পৃথিবীতে মোট ধর্মের সংখ্যা কত? জিজ্ঞাসা করা হলে আপনি কয়টি ধর্মের নাম বলতে পারবেন! ৫/৬ টি ধর্মের নামই খুব ভালোভাবে হয়তো বলতে পারবেন।
World Religions Statistics-এর পরিসংখ্যান অনুযায়ী, হদিশ পাওয়া ধর্মের সংখ্যা ৪,৩০০। তবে, সঠিক সংখ্যাটা এর চেয়ে বেশি হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই।
আজ আমরা বিশ্বের বৃহত্তম ১০টি ধর্ম নিয়ে আলোচনা করব।
ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
আর দেরী না করে চলুন জেনে নেই, অনুসারীর সংখ্যার দিক থেকে কোন ধর্মের স্থান কোথায়।
আমাদের আজকের আয়োজনের 10 নাম্বার তালিকায় রয়েছে :
১০. শিন্তো ধর্ম
জাপান রাষ্ট্র এবং জাপানি জাতির জাতীয় আধ্যাত্মিকতা এবং প্রচলিত ধর্ম। এটিকে আচারনির্ভর ধর্ম বলা হয়। বিভিন্ন ধর্মীয় প্রথা এবং আচারের মাধ্যমে এই ধর্ম পালিত হয় যা বর্তমান এবং অতীতের মাঝে যোগসূত্র স্থাপন করেছে।
শিন্তো ধর্মে তাদের ঈশ্বরের আদলে তৈরি কোনো মূর্তি বা ভাস্কর্য নেই।পরকালেও বিশ্বাস করেন না তারা।ধর্মটির উৎপত্তি কে করেছিল বা কীভাবে হয়েছিল সেই সম্পর্কেও বিশেষ কিছু জানা যায় না। মজার বিষয় হলো শিন্তোদের কোনো ধর্মগ্রন্থও নেই।এটি এমন এক ধর্ম যা প্রতিষ্ঠাতা ছাড়া বহু যুগ ধরে পালিত হয়ে আসছে। প্রকৃতি ও বিশুদ্ধতার প্রতি শ্রদ্ধা ও নমনীয়তা শিন্তো ধর্মের মূল কথা। জাপানি শিন্তোতে নেই কোনো কঠোর নিয়ম এবং আচার-অনুষ্ঠান, বরং এটি একটি জীবনপদ্ধতি। নৈতিকতা ও মূল্যবোধের সাথে সততা ও বিশ্বস্ততার মতো গুণাবলীর উপর জোর দিতে শেখায় শিন্তো। শিন্তোর অনুসারীদের উদ্দেশ্যে হলো "মাকোতো নো কোকোরা" তথা কলুষতা ও অরাজকতা থেকে মুক্তি লাভ করে স্বাধীন ও সুন্দর মনের অধিকারী হয়ে ওঠা।
যেহেতু শিন্তো ধর্মের কোনো বাঁধাধরা নিয়মকানুন নেই, তাই যে কেই চাইলেই এ ধর্মের অনুসারী হতে পারেন। জাপানজুড়ে ৮১ হাজার শিন্তো মন্দির রয়েছে, যেগুলোতে শিন্ত ধর্মাবলম্বীর চেয়ে সাধারণ মানুষের আনাগোনাই বেশি। পৃথিবীতে এ ধর্মের অনুসারী রয়েছে প্রায় ৪০ লাখ। এদের প্রায় সবারই বাস জাপানে।
জাপানি জাতির শিন্তো ধর্ম | 10 Religion in the world
৯. জৈন ধর্ম
জৈনধর্ম হলো ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ধর্ম। এই ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্মমতগুলোর অন্যতম।
জৈন ধর্মের মূল বিশ্বাস হলো পৃথিবীতে ২৪ জন ‘তীর্থঙ্কর’ তথা বিজয়ী মহাপুরুষের আগমন, যারা নিজ নিজ সময়ে মানবজাতির ত্রাণকর্তা এবং শিক্ষক ছিলেন। এই ২৪ জনের মাঝে সর্বপ্রথম পৃথিবীতে এসেছিলেন ঋষভ, যার আগমন ঘটেছিল লক্ষ লক্ষ বছর আগে। আর সর্বশেষ ২৪ তম তীর্থঙ্কর মহাবীরের আগমন ঘটে খ্রিস্টীয় পঞ্চম শতকে। নির্দিষ্ট কোনো ঈশ্বর নয়, বরং কালে কালে তীর্থঙ্কররাই পৃথিবীতে মানবজাতির দিকনির্দেশনার জন্য আসেন। মোটামুটি জৈন ধর্মের মূল বিশ্বাস এটিই। বিশ্বে ৪০ লক্ষাধিক জৈন ধর্মানুসারী মানুষ আছেন, যাদের এক-তৃতীয়াংশের বসবাস ভারতে। তাছাড়া অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা এবং কিছু ইউরোপীয় দেশেও জৈনদের বসবাস রয়েছে।
জৈন ধর্ম | Most Top 10 Religion
৮. বাহাই ধর্ম
বাহাই ধর্ম বা বাহাই বিশ্বাস হচ্ছে বাহাউল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত একেশ্বরবাদী একটি ধর্ম বা বিশ্বাস। ঊনবিংশ শতাব্দীতে পারস্যে (বর্তমানে ইরান) এই ধর্মের উৎপত্তি। মূলত মানবজাতির আত্মিক ঐক্য হচ্ছে এই ধর্মের মূল ভিত্তি।
অনেকেই একে ধর্ম না বলে একটি বিশেষ বিশ্বাস হিসেবেও উল্লেখ করতে চান। ‘কিতাবুল আকদাস’ এ ধর্মের পবিত্র গ্রন্থ। আর মানবজাতির ঐক্য ও মেলবন্ধনই এ ধর্মের মূল লক্ষ্য। বাহাই বিশ্বাস হচ্ছে হযরত ইব্রাহীম (আ:), গৌতম বুদ্ধ, যীশুখ্রিস্ট বা হযরত ঈসা (আ:) ও হযরত মুহাম্মদ (স:)- প্রত্যেকেই ছিলেন একেকজন স্বর্গীয় প্রতিনিধি, যারা নিজেদের যুগের প্রয়োজনানুসারে একেকটি ধর্ম প্রবর্তন করেছেন। তাদের পৃথিবীতে আগমনের সেই ধারাবাহিকতা বাহাউল্লাহর মাধ্যমে শেষ হয়েছে। বিশ্বে বর্তমানে ২০০-এর বেশি দেশ ও অঞ্চলে এই ধর্মের আনুমানিক প্রায় ৭০ লক্ষ অনুসারী রয়েছে।
বাহাই ধর্ম | পৃথিবীতে সবচেয়ে ১০ টি বৃহত্তম ধর্ম
৭. ইহুদী ধর্ম
পৃথিবীজুড়ে ইহুদী ধর্মের অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের মতো। এই ধর্মের ৪৩ ভাগেরই বসবাস ইসরায়েলে। যুক্তরাষ্ট্র ও কানাডায় রয়েছেন আরও ৪৩ শতাংশ ইহুদী ধর্মাবলম্বী। বাকিরা লাতিন আমেরিকা, ইউরোপ, আফ্রিকা আর এশিয়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। ইহুদীদের মূল ধর্মগ্রন্থ হিব্রু বাইবেল, যা তানাখ নামে পরিচিত। ইহুদী ধর্মের প্রধান তিনটি সম্প্রদায় হলো অর্থোডক্স, কনজারভেটিভ এবং রিফর্মিস্ট।
৬. শিখ ধর্ম
শিখধর্ম গুরু নামক প্রবর্তিত ধর্ম। বিশ্বজুড়ে শিখ ধর্মের অনুসারী প্রায় ৩ কোটি। এদের প্রায় সবারই বাস উত্তর ভারতের পাঞ্জাবে।
এ ধর্মের মূলকথা নিরাকার এক ঈশ্বরের উপাসনা করা। তিনি নিরাকার। দুঃখময় এই পৃথিবীতে মানুষকে ভালবাসাই ধর্ম এবং এরফলে শান্তিতে বসবাস করা যায়, আর ধর্মজীবন পালনের মাধ্যম হল গুরু। প্রত্যেক ধর্মগুরুকে ভালোবাসা, কোনো কিছুর গর্ব না করা এবং ধর্মের সারাংশকে বিনয় ও সমবেদনা বলে জানা এ ধর্মে অবশ্য পালনীয় কর্ম। দীর্ঘপ্রার্থনা, মন্ত্রোচ্চারণ, কৃচ্ছ্রসাধনা, যোগপদ্ধতি প্রভৃতির দ্বারা পূজা হয় না, বরং লোভের জগতে পবিত্র জীবনযাপন করতে পারলেই পূজা সার্থক হয়। যিনি সকলকে সমান বলে মনে করেন তিনিই প্রকৃত ধার্মিক। শিখধর্মে কোনো জাতিভেদ নেই, সকল মানুষ সমান।
শিখ ধর্ম | ১০ টি বৃহত্তম ধর্ম
৫. হ্যান ধর্ম
চীনের সবচেয়ে বড় ধর্মীয় সম্প্রদায় হলো হানজু বা হ্যান সম্প্রদায়। তারা যে ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী তাকেই চীনা লোক ধর্ম বা হ্যান ধর্ম বলা হয়। তারা একাধিক দেবতায় বিশ্বাস করে। প্রকৃতির বিভিন্ন শক্তিকে পূজাও করে। বর্তমানে এ ধর্মের অনুসারী ৪০ কোটির কাছাকাছি।
হ্যান ধর্ম | বিশ্বের সেরা ১০ টি ধর্ম
৪. বৌদ্ধ ধর্ম
বৌদ্ধ ধর্ম একটি ভারতীয় ধর্ম বা দার্শনিক ঐতিহ্য। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম ধর্ম। পৃথিবীজুড়ে বৌদ্ধ ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা ৫২০ মিলিয়নেরও বেশি বা বৈশ্বিক জনসংখ্যার ৭ শতাংশের অধিক এবং তারা বৌদ্ধ হিসেবে পরিচিত।প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। বৌদ্ধধর্ম বৈচিত্র্যময় ঐতিহ্য, বিশ্বাস ও আধ্যাত্মিক চর্চাকে ধারণ করে যেগুলো মূলত সিদ্ধার্থ গৌতমের মৌলিক শিক্ষা ও এর ব্যাখ্যাকৃত দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এটি খ্রিষ্টপূর্ব ৬ষ্ঠ ও ৪র্থ শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রাচীন ভারতে একটি শ্রমণ ঐতিহ্য হিসেবে উৎপত্তিলাভ করে এবং এশিয়ার বেশিরভাগ অঞ্চলে ছড়িয়ে পড়ে।
পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক বৌদ্ধধর্মালম্বী মানুষের বসবাস চীনে। তাছাড়া থাইল্যান্ড, জাপান, মায়ানমার, শ্রীলংকা, নেপাল ও ভুটানে বৌদ্ধধর্মালম্বীরা সংখ্যাগরিষ্ঠ। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরও বড় অংশ বৌদ্ধ।
বৌদ্ধ ধর্ম | পৃথিবীর ১০ টি বড় ধর্ম
৩. হিন্দুধর্ম
হিন্দুধর্ম একটি ভারতীয় উপমহাদেশীয় ধর্ম বা জীবনধারা। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম, যার অনুসারী সংখ্যা ১.২ বিলিয়নেরও বেশি, বা বিশ্বব্যাপী জনসংখ্যার ১৫-১৬%, যারা হিন্দু নামে পরিচিত।এদের প্রায় সবারই বাস দক্ষিণ এশিয়ায়। হাজার হাজার বছর পূর্বে মানুষের প্রকৃতি পূজার মাধ্যমে এই ধর্মের সূচনা হয়। বেদ, উপনিষদ, গীতা হলো হিন্দুধর্মের প্রধান ধর্মগ্রন্থ। হিন্দুধর্মে সৃষ্টিকর্তার সংখ্যা নিয়ে একাধিক বিশ্বাস রয়েছে, রয়েছে একেশ্বরবাদ ও বহু-ঈশ্বরবাদ উভয়ই।
হিন্দুধর্ম | পৃথিবীর ১০ টি বড় বড় ধর্ম
২. ইসলাম ধর্ম
এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম, যার অনুসারী সংখ্যা প্রায় ২ বিলিয়ন এবং এটি মোট জনসংখ্যার প্রায় ২৪.৪%, যারা মুসলমান নামে পরিচিত। মুসলমানরা ৫৬ এর অধিক দেশের সংখ্যাগরিষ্ঠ জনসমষ্টি।ইসলাম শিক্ষা দেয় যে আল্লাহ দয়ালু, করুনাময়, এক ও অদ্বিতীয় এবং একমাত্র ইবাদতযোগ্য অভিভাবক।
সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া, বিশ্বের সমগ্র মুসলমানের ১৩%-ই এখানে বাস করেন। বিশ্বের সমগ্র মুসলমানের ৩১%-ই বাস করেন দক্ষিণ এশিয়ায়,মুসলমান জনগোষ্ঠীর বড় অংশটাই এখানে।মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকা অঞ্চলে বাস করেন ২০%এবং এটি এ অঞ্চলের অন্যতম প্রধান ধর্ম। ১৫% বাস করেন সাহারা-নিম্ন আফ্রিকাতে।এছাড়াও উল্লেখযোগ্য পরিমাণ মুসলমান সম্প্রদায় দেখা যায় আমেরিকা, ককেসাস, মধ্য এশিয়া, চীন, ইউরোপ, ইন্দোচীন, ফিলিপাইন, অস্ট্রেলিয়া ও রাশিয়াতে।
পৃথিবীতে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা ১৯০ কোটির বেশি। প্রায় সকল মুসলিমই দুটি সম্প্রদায়ের অন্তর্গত। সুন্নি মতাবলম্বী ৮৫-৯০ ভাগ এবং শিয়া মতাবলম্বী ১০-১৫ ভাগ।ইসলাম হবে সবচেয়ে ‘বড় ধর্ম ,ভবিষ্যতে বিশ্বে সবচেয়ে বেশি মুসলমান থাকবে –যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণার এই ফলাফলের সাথে ডয়চে ভেলের অনেক পাঠকই একমত ৷
ইসলাম ধর্ম | দুনিয়ায় সবচেয়ে ১০ বড় শক্তিশালী ধর্ম
১. খ্রিস্টান ধর্ম
পৃথিবী জুড়ে অনুসারীর সংখ্যা অনুযায়ী খ্রিস্টধর্ম বিশ্বের বৃহত্তম ধর্ম।এই ধর্মের মূল ধর্মগ্রন্থ পবিত্র বাইবেল! সারা বিশ্বে প্রায় ২৪০ কোটি খ্রিস্টধর্মের অনুসারী আছে, যা বিশ্ব জনসংখ্যার এক-তৃতীয়াংশ। বিশ্বের দুই-তৃতীয়াংশ রাষ্ট্রে খ্রিস্টধর্ম সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্ম। বর্তমান যুগে খ্রিস্টধর্ম বেশ কিছু শাখা বা মন্ডলীতে বিভক্ত। এদের মধ্যে ৫টি প্রধান শাখা হল রোমান ক্যাথলিক মন্ডলীতে রয়েছে (১৩০ কোটি অনুসারী), প্রতিবাদী মন্ডলীতে রয়েছে (৯২ কোটি অনুসারী), পূর্বী প্রথানুবর্তী মন্ডলীতে রয়েছে (২৭ কোটি অনুসারী), প্রাচ্যদেশীয় প্রথানুবর্তী মন্ডলীতে রয়েছে (৮ কোটি অনুসারী) এবং ইঙ্গ (অ্যাংলিকান) মন্ডলীতে রয়েছে (৮৫ লক্ষ) অনুসারী। এদের বাইরেও বিশ্বের সর্বত্র ভিন্ন ভিন্ন মতের অনেক মন্ডলী রয়েছে।
খ্রিস্টান ধর্ম | পৃথিবীতে সবচেয়ে ১০ টি বৃহত্তম ধর্ম
বিশ্বের প্রধান এই ধর্মগুলোর বাইরেও একটি বড় অংশ হলো ধর্মনিরপেক্ষ ও নাস্তিক। এদের সংখ্যা ১২০ কোটিরও বেশি।
No comments