যুদ্ধের মধ্যেই 'প্রেমিকা'কে বিশেষ উপহার, পুতিনের কোটি টাকার প্রাসাদটি কেমন? | Tazza Trendz
যুদ্ধের মধ্যেই 'প্রেমিকা'কে বিশেষ উপহার, পুতিনের কোটি টাকার প্রাসাদটি কেমন? | Tazza Trendz
ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। রুশ সেনারা সেখানে বছরের ওপর যুদ্ধে লিপ্ত। পশ্চিমা বিভিন্ন অবরোধে রাশিয়ার অর্থনৈতিক অবস্থাও পুরাপুরি স্বাভাবিক নয়। এমন পরিস্থিতিতে প্রেমিকা আলিনাকে দেশের বৃহত্তম বাড়ি উপহার দিয়েছেন পুতিন। এমনটি দাবি করেছে দ্য টেলিগ্রাফ রাশিয়ান অনুসন্ধানী নিউজ portal the project.
তবে সম্প্রতি সংবাদ মাধ্যমের এই বিশেষ খবর গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে।
আপনারা হয়ত অনেকেই জানেন না; কে এই প্রেমিকা? এবং প্রাসাদের ছবিটাই বা কেমন?না জানলেও কোনো সমস্যা নেই, Tazza Trendz এর আজকের এই পর্বে আপনারা সবকিছুই
জানতে পারবেন!!
যুদ্ধের মধ্যেই 'প্রেমিকাকে' যে বিশেষ উপহার দিলেন পুতিন
নাম তার কাবায়েভা!! মিসেস কাবায়েভা’ নামে খ্যাত আলিনা রাশিয়ার যেন এক রহস্যময়ী নারী। ২০০০ সাল থেকে আন্তর্জাতিক স্তরে রাশিয়ার প্রতিনিধিত্ব করে আসছেন এ নারী। অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন। তখনই পুতিনের সঙ্গে তার পরিচয়। সেই সময়েই সুন্দরী জিমন্যাস্টের প্রেমে পড়েন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এর আগেও পুতিনের আশেপাশে বহুবার তাঁকে দেখা গিয়েছে। শোনাও গিয়েছিল তখন, তিনিই নাকি পুতিনের সেই ‘প্রেমিকা” । সেজন্যই নাকি ২০১৩ সালে লুডমিলা পুতিনের সঙ্গে বিবাহবিচ্ছেদও হয়।
সাম্প্রতিক তদন্তে এ রাশিয়ার বিরোধী পক্ষ দাবি করছে- প্রেমিকা আলিনাকে ব্যয়বহুল বৃহত্তম apartment কিনে দিয়েছেন ভ্লাদিমির পুতিন। যা অন্যসব Apartment কেও হার মানাবে। পুতিন আলিনাকে যে পেন্ট হাউস কিনে দিয়েছেন, তা প্রায় ২৮ হাজার স্কোয়ার ফিটের। যেখানে সাধারণ Apartment ১ হাজার স্কোয়ার ফিটের হয়। কৃষ্ণসাগরের তীরে রাশিয়ান রিসোর্ট শহর সোচিতে সেই পেন্ট হাউসটি অবস্থিত।
পেন্ট হাউসটি পুতিনের বন্ধু ওলেগ রুডনভের নামে কেনা হয়েছে। তাতে ২০টি Room, একটি Private cinema Hall , একটি swimming pool, ছাদে হেলিপ্যাড, স্পা এবং জাপানি কায়দায় সাজানো একটি সুন্দর সাজানো বাগান আছে।
মিসেস কাবায়েভার আত্মীয়দের নামে ও বেশ কিছু সম্পত্তি আছে। তার ঠাকুমার নামে মস্কোয় একটি অভিজাত এলাকায় তিনতলা বাংলো ও একটি বিশাল পেন্টহাউস রয়েছে।
শুধু তাই নয়, তাদের রিপোর্টে দাবি করা হয়, রাশিয়ার এক প্রত্যন্ত গ্রামে প্রেমিকাকে একটি বিশাল কাঠের প্রাসাদ কিনে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ১২০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে আস্ত একটি প্রাসাদ উপহার দিয়েছেন পুতিন। জঙ্গলের মধ্যে নিরিবিলি জায়গায় রয়েছে এটি। প্রতিনিয়ত সেখানে পাহারায় পুতিনের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা। সেখানেই নাকি আলিনা কাবায়েভা এবং সন্তানদের সঙ্গে নিয়ে আছেন পুতিন।
১৩,০০০ বর্গফুটের এই কাঠের প্রাসাদের ভেতর কী নেই! বিশাল বড় বাগান, প্রাসাদের ভেতরেই একটা সুইমিং পুল। রয়েছে একেবারে আলাদা একটা চকচকে স্পা কমপ্লেক্স। কেবল তাই নয়, ভেতরে গ্লাসের টেবিলের চারপাশে রয়েছে চোখ ধাঁধাঁনো সোনার চেয়ার! পুতিন তার ৩৯ বছরের প্রেমিকা আলিনা কাবায়েভার জন্য সম্পত্তি উপহার দেওয়ায় কোনো কমতি রাখেননি।
আজ এত বছর পরও রাশিয়ার জনগণ আলিনাকে দেশের 'মুকুটহীন রানি' বলে মনে করেন।
No comments