পাঠান’-এর কিছু অজানা তথ্য | Unknown facts Of Pathaan Movie
ভারত যেন এখন ‘পাঠান’ সুনামিতে আক্রান্ত! এমনকি শাহরুখের ‘পাঠান’ ঢেউ আছড়ে পড়েছে ভারতের ভূস্বর্গ কাশ্মীরের বুকেও। কাশ্মীরের প্রেক্ষাগৃহের বাইরে ঝুলছে ‘হাউসফুল’ বোর্ড। ৩২ বছর পর এমন দৃশ্য দেখা গেছে সেখানে।
চার বছর পর বলিউড সুপারস্টার শাহরুখ খানের প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে ছিল বলিউড দুনিয়া। চিত্রসমালোচকেরা বলছেন, ‘পাঠান’ ছবির মাধ্যমে বলিউডের বাদশা প্রকৃত বাদশার মতোই বড় পর্দায় ফিরেছেন। দীর্ঘদিন পর শাহরুখ সফলতার মুখ দেখলেন। শুধু তা–ই নয়, ‘পাঠান’ ছবির হাত ধরে বলিউডেরও সুদিন ফিরেছে বলে মন্তব৵ করছেন অনেকে। তাই এই ছবি শুধু কিং খানের ডুবন্ত ক্যারিয়ার নয়, বলিউডকেও ভরাডুবির হাত থেকে রক্ষা করল।
‘পাঠান’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় হাজির হয়েছেন শাহরুখ খান। এতে তার বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। এরই মধ্যে সিনেমার ট্রেলার ও গান আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। অতিথি চরিত্রে দেখা গেছে সালমান খানকে। যশরাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ।
‘পাঠান’ ছবি মুক্তির প্রথম দিনই একের পর এক রেকর্ড করেছে। আর প্রথম দিনই সবচেয়ে আয় করা হিন্দি ছবি হিসেবে ‘পাঠান’-এর নাম শীর্ষে উঠে এসেছে। এর পাশাপাশি আরেকটি রেকর্ড এই ছবির ঝুলিতে ঢুকে পড়েছে।
‘পাঠান’ কাশ্মীরের বুকে যে ঝড় তুলেছে, গত ৩২ বছরে তা হয়নি। আগে থেকে কিং খানের এই অ্যাকশনধর্মী ছবিকে ঘিরে কাশ্মীরবাসীদের মধ্যে উত্তেজনা প্রবল ছিল। আর তার প্রতিফলন ধরা পড়ল বক্স অফিসে। ‘পাঠান’-এর কারণে কাশ্মীরের সিনেমা হলমালিকদের সুখের দিন ফিরেছে বলা যায়।
৩২ বছর পর এখানকার সিনেমা হলের বাইরে ‘হাউসফুল’ বোর্ড দেখা গেছে। তাই সিনেমা হলের মালিকেরা দারুণ খুশি। আর তাঁরা শাহরুখকে ধন্যবাদ জানিয়েছেন। কাশ্মীরের এক থিয়েটারের বাইরে হাউসফুল বোর্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে।
৩২ বছর পর হাউসফুল কাশ্মীরের সিনেমা হল
আর তার সঙ্গে লেখা হয়েছে, ‘আজ “পাঠান” সমগ্র দেশকে একসূত্রে বেঁধেছে। আমরা সবাই কিং খানের কাছে কৃতজ্ঞ। কারণ, ৩২ বছর পর কাশ্মীর ভ্যালির থিয়েটারের বাইরে হাউসফুল বোর্ড ঝুলছে। শাহরুখ খান, আপনাকে ধন্যবাদ।’ এই পোস্টে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, যশরাজ ফিল্মসকে ট্যাগ করা হয়েছে।
২৫ জানুয়ারি ‘পাঠান’ বড় পর্দায় মুক্তি পেয়েছে। মাত্র দুই দিনের মধ্যে এর আয় ১০০ কোটি পার করে ফেলেছে। মুক্তির প্রথম দিন ছবিটি ৫৭ কোটির মতো ব্যবসা করেছিল। ‘পাঠান’ মুক্তির দ্বিতীয় দিন ২৬ জানুয়ারির ছুটির পুরোপুরি ফায়দা উঠিয়েছে। জানা গেছে, এদিন ৫৯ দশমিক ৫০ কোটি আয় করেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি। সব মিলিয়ে এই ছবির কালেকশন ১২৬ দশমিক ৫০ কোটি হয়েছে।
শাহরুখের এ সিনেমায় একঝলক দেখা গিয়েছে বলিউডের ‘ভাইজান’ সালমান খানকে। এ সিনেমায় একটি ছোট ভূমিকায় অভিনয় করেছেন তিনি। আমির খানের বোন নিখাত খান হেগড়েকেও মায়ের ভূমিকায় দেখা গেছে।
এ সিনেমায় আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, পাঠান নিয়ে এ পর্যন্ত চারটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে দেখা গেছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে। এর আগে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় একসঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাদের।
এ সিনেমা দিয়ে চার বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ। সবশেষ তার ছবি মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। এ সিনেমায় নতুন নিয়ম গড়েছেন দীপিকা। কারণ, একমাত্র দীপিকাই এমন অভিনেত্রী যাকে সিদ্ধার্থের সিনেমায় দ্বিতীয়বার দেখা গেছে। কোনো নায়িকার সঙ্গে দুবার কাজ করেন না এ পরিচালক।
শাহরুখ-দীপিকা জুটির কোনো সিনেমাই কখনো বক্স অফিসে মার খায়নি, যা এ সিনেমার মাধ্যমে আবারও প্রমাণ করেছে এ তারকা জুটি।
এ সিনেমার আরেকটি চমকপ্রদ খবর হলো, ‘পাঠান’ ছবির শুটিং চলাকালীন নাকি একজন সহকারী পরিচালকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন পরিচালক সিদ্ধার্থ। সেটে বেঁধে দেয়া নিয়ম অনুসরণ না করা থেকেই নাকি গন্ডগোলের সূত্রপাত, যা হাতাহাতি পর্যায়ে চলে যায়।
আরও কিছু তথ্য হলো, ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘নিউ ইয়র্ক’-এর ১৩ বছর পর পাঠান সিনেমায় আবার যশরাজের সঙ্গে জুটি বাঁধলেন জন।
‘পাঠান’ শাহরুখ ও জনের সঙ্গে পরিচালক হিসেবে সিদ্ধার্থের প্রথম সিনেমা। যে সিনেমা তৈরি করতে তাদের খরচ হয়েছে ২৫০ কোটি রুপি।
‘পাঠান’-এর কিছু অজানা তথ্য
৩২ বছর পর হাউসফুল কাশ্মীরের সিনেমা হল
‘পাঠান’-এর ৭ দিনে ৬০০ কোটির ব্যবসা
Unknown facts Of Pathaan Movie
Pathaan Trailer
Pathaan Rating
Pathaan Reviews
Pathaan Behind the scenes
Pathaan movie release date
Pathaan movie story
pathaan movie budget
Pathaan wiki
No comments