তুরস্কের ভূমিকম্প নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ, তারিক জামিল ও আজহারী!!
ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া সীমান্ত মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। একের পর এক লাশ বেরিয়ে আসছে! তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত চার হাজার ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন হাজার হাজার মানুষ।
এরই মধ্যে শোকের খবর শুনলো দেশটির ফুটবলাঙ্গন। প্রথম ফুটবলার হিসেবে নিহতদের তালিকায় যুক্ত হয়েছেন দেশটির গোলরক্ষক আহমেদ ইয়ুপ তুর্কাসলানের নাম। তুরস্কের এই গোলরক্ষকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার ক্লাব ইয়েনি মালাত ইয়াসপোর। টুইটারে তুর্কাসলানের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করে মালাত ইয়াসপোর। সেখানে বলা হয়, ‘আমাদের গোলরক্ষক, আহমেদ ইয়ুপ তুর্কাসলান ভূমিকম্পের ধসে প্রাণ হারিয়েছেন। আমরা আপনাকে ভুলব না, অসাধারণ একজন মানুষ ছিলেন।’
এ ছাড়া ধ্বংসস্তূতের নিচে চাপা পড়েছেন আরও বহু মানুষ। তাদের উদ্ধার করার জন্য হিমশিম খেয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
বিশ্বের বড় বড় দেশগুলো তুরস্কের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়াতে আহত ও নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।
তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন—— ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত তিন হাজার ৮০০ মানুষ নিহত হয়েছেন (যদিও মৃতের সংখ্যা চার হাজার ৩০০ জন)। আহত হয়েছেন আরও বহু মানুষ। অনেকে এখনো নিখোঁজ রয়েছেন। আল্লাহ আমাদের নিহত মুসলিম ভাইবোনদের শাহাদাতের মর্যাদা দান করুন, তাদের পরিবারকে ধৈর্য্য ধারণের তাওফিক দিন। আহত-নিহতদের উদ্ধারকাজে যারা সহযোগিতা করছেন, আল্লাহ তাদের উত্তম বিনিময় দিন।
আরোও বলেন, মানুষ যে কত অসহায়, মাঝেমধ্যে এ ধরনের কিছু ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়। এসব ঘটনা প্রমাণ করে— আমাদের অর্থ-বিত্ত, ক্ষমতা ও প্রভাব-প্রতিপত্তি মাটিতে মিশে যাওয়া এক মুহূর্তের ব্যাপার মাত্র; তবু আমাদের অহংকারের অন্ত নেই, দাম্ভিকতার শেষ নেই। দুনিয়ার মোহে আমরা অন্ধ হয়ে আছি।
প্রিয়নবী (স.)-এর ভাষ্যানুযায়ী কিয়ামতের আগে অত্যধিক ভূমিকম্প হবে। কিয়ামতের নিকটবর্তী সময়ে বড় বড় ভূমিকম্প হওয়া হাদিস দ্বারা প্রমাণিত। (সহিহ বুখারি-৯৮৯) কাজেই আমাদের উচিত, ভূমিকম্প বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখলে আল্লাহর শরণাপন্ন হওয়া, আল্লাহর আজাব থেকে আশ্রয় প্রার্থনা করা এবং আখিরাতের সম্বল আহরণের চেষ্টা বাড়িয়ে দেওয়া। আল্লাহ আমাদের তাওফিক দিন।
এছাড়াও শোক জানিয়েছেন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।
নিজের ভেরিফাই ফেসবুক আইডিতে সমবেদনা জানিয়ে তিনি বলেন, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। পার্শ্ববর্তী দেশ লেবানেও অনুভূত হয়েছে এ ভূকম্পন। মাটিতে মিশে গেছে তুরস্কের কয়েক হাজার ভবন! মৃতের সংখ্যাও হাজার ছাড়িয়েছে। প্রচন্ড ঠান্ডা ও তুষারপাতের কারনে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। আল্লাহ তা’আলা দূর্যোগ কবলিতদের প্রতি রহম করুন।
এদিকে এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব ও দায়ী আলেম মাওলানা তারিক জামিল। মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে শোক জানিয়ে তিনি বলেন, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে আহত ও নিহতের খবর শুনে অনেক কষ্ট পেয়েছি। প্রাকৃতিক এই বিপর্যয়ে আমরা আমাদের ক্ষতিগ্রস্ত ভাইবোনদের প্রতি সমব্যথী, আল্লাহ তায়ালা নিহতদের ক্ষমা করুন এবং আহতদের দ্রুত সুস্থ করে দিন
এছাড়াও এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন কুয়েতের বিখ্যাত কারী মিশারী রাশেদ আল আফাসি।
আরও সমবেদনা জানিয়েছেন, লেবানন বংশোদ্ভুত সু্ইডিশ ইসলামি সংগীত শিল্পী মাহের জেইন। নিজের ভেরিফাই ফেসবুক পেইজে তিনি বলেন, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের খবরে আমরা গভীরভাবে শোকাহত। আমি তুরস্ক এবং সিরিয়ার সকল ভাই ও বোনদের জন্য দোয়া করছি এবং আশা করি যে বিধ্বস্ত এলাকায় অবস্থিত সকলেই নিরাপদে থাকবে এবং তাদের উদ্ধার কাজ সহজেই সম্ভব হবে। আল্লাহ দুর্ঘটনায় নিহতদের রহমত বর্ষণ করুন এবং সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। আমিন!
No comments