Header Ads

Header ADS

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ টি দেশের তালিকা | Top 10 most powerful country in the world



                            বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ টি দেশের তালিকা                            Top 10 most powerful country in the world

আধুনিকতার প্রতিযোগিতায় পৃথিবীর সবগুলো দেশ একে অপরকে পেছনে ফেলতে কোনো সুযোগ হাত ছাড়া করতে চায় না, এরই জন্য নিজের ক্ষমতা বৃদ্ধি করতে প্রতিটি দেশ ছুটে চলছে। পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যাদের উপর হামলা করার আগে শক্তিশালী দেশগুলোও চিন্তা করে। যদিও কোনো দেশ হামলা করে তবুও তাদেরকে পরাজয় করা সম্ভব নয়। কারন, এই সমস্ত দেশগুলোর শক্তিশালী আর্মি,শক্তিশালী প্রতিবেশি বন্ধুদেশ, এবং দেশগুলোর ভৌগোলিক অবস্থানের কারনে!


Tazza Trendz Blog এর আজকের এই পর্বে আপনাদের সামনে ঠিক এমনই ১০ টি শক্তিশালী দেশের তালিকা তুলে ধরব। আমাদের দশ নম্বরের তালিকায় রয়েছে -

10. অস্ট্রেলিয়া (Australia)




অস্ট্রেলিয়া - বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ টি দেশের তালিকা


অস্ট্রেলিয়া পৃথিবীর সুন্দর দেশগুলোর মধ‍্য একটি। অস্ট্রেলিয়াকে দখল করা অসম্ভব ব‍্যাপার।এর কারন এর ভৌগোলিক অবস্থান। অস্ট্রেলিয়া ৬টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত। এই অঙ্গরাজ্যগুলো হলো- নিউ সাউথ ওয়েল্স, কুইন্সল্যান্ড, দক্ষিণ অস্ট্রেলিয়া, তাসমানিয়া, ভিক্টোরিয়া, ও পশ্চিম অস্ট্রেলিয়া। এছাড়াও রয়েছে দুইটি টেরিটরি।

অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী এবং তাকে হারানোর মতো দেশ এর আশেপাশে নেই। Geographical দিয়ে পর্যবেক্ষণ করলে দেখা যাবে এদেশে এমন এক জায়গায় অবস্থিত যেখানে হামলা করা অসম্ভব ব‍্যাপার।কারন এই দেশটির 70 ভাগ অংশই মরুভূমি ও জঙ্গল দ্ধারা পরিবেষ্টিত। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো- অষ্ট্রেলিয়ার প্রতিবেশি দেশ যেমন : ভারত, জাপান, চীনের মতো শক্তিশালী দেশগুলো অষ্ট্রেলিয়াকে হামলা করার কথা কল্পণাও করতে পারেনা। কারন, এই তিনটি দেশ যদি অস্ট্রেলিয়াকে হামলা করতে চায় তাহলে তাদের ১২০০০ কিমি. সমুদ্র পাড়ি দিতে হবে। আর যদিও পাড়ি দিতে পারে তাহলে তাদেরকে অস্ট্রেলিয়ার ছোট ছোট দ্বীপের সৈন্যদের সাথে মোকাবেলা করতে হবে।

সেই সাথে বিশাল বন জঙ্গল এবং মরুভূমি পাড়ি দিতে হবে।

(পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ১০ টি দেশের তালিকা | Most powerful 10 country in the world)

9. ইরান (Iran)



ইরান - বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ টি দেশের তালিকা


আমেরিকার মতো শক্তিশালী আর সৌদি আরবের ও তুর্কির মতো প্রতিবেশী দেশ থাকা সত্ত্বেও ইরানকে আজ পর্যন্ত কেউ দখল করতে পারেনি। ২য় বিশ্বযুদ্ধ হওয়ার পরে ২০২০ সালে আমেরিকা ইরানের উপর হামলা করেছিল।কিন্তু আমেরিকাও এই দেশকে কাবু করতে পারেনি।

ইরান পরমাণু শক্তিধর দেশ। গত কয়েক বছরে ইরান অনেকবার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। আর পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য ইরান বেশ কয়েকবার বিভিন্ন দেশ থেকে অস্ত্র গোলাবারুদ ক্রয় করা ভ্যান করা হয়েছে। তবে এখন পর্যন্ত ইরানের কাছে কত সংখ্যক পারমাণবিক বোমা আছে তা কেউ জানে না। পারমানবিক বোমা ছাড়াও তাদের রয়েছে শক্তিশালী সেনাবাহিনী।
ইরানের সৈন্য সংখ্যা ৫ লাখের ও বেশি। এবং এই দেশের সৈন্যদের আরও মজবুত করে তোলে ২০০০ ট‍্যাংক, ১৪০ টি Fighter plans.

আপনারা হয়তো ভাববেন এর থেকেও তো ইকোস্প্রিন আছে অন্য দেশে। তবে আপনাদের জানিয়ে দেই এদেশে ঢুকার জন্য একটি পাহাড়ি এলাকা পার হয়ে ঢুকতে হয়। যার জন্য ইরানে প্রবেশ করা অন‍্য দেশগুলোর জন্য অনেক কঠিন হয়ে পড়ে। এছাড়া ইরানের প্রতি ৫০০ মিটার পরপর Underground military press করা আছে।

এটি তাদেরকে আরও বেশি শক্তিশালী করে তোলে।তাই বলা যায় ইরানকে দখল করা অনেকটাই অসম্ভব। ইরান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের মধ্যে একটি।

8.সুইজারল্যান্ড (Switzerland)



সুইজারল্যান্ড-বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ টি দেশের তালিকা

পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলা হয় যে দেশটিকে তার নাম সুইজারল্যান্ড। ইউরোপের পাহাড়ী দেশগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ড। এ দেশের সাথে সব ক্ষমতাবান দেশের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে। 


এই কারণে পৃথিবীর অন‍্যান‍্য দেশের headquarters সব সুইজারল্যান্ডে অবস্থিত।
এদেশে কখনো কোনো হিংসার সাথে তাদেরকে জড়িত করেননি। যার কারনে সুইজারল্যান্ডকে দখল করাও এক প্রকার impossible. এদের কাছে রয়েছে দড় লাখ সৈন্য, ১৫৭ টি Aircrafts। 

আর যদি সুইজারল্যান্ডের উপর কেউ কখনও হামলা করেও দেয়। তাহলে তারা খুব ভালো করেই জানে কিভাবে তাদেরকে রক্ষা করতে হবে।

7. উওর কোরিয়া (North Korea)



উওর কোরিয়া-বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ টি দেশের তালিকা

Supreme leader - kim jong un এর কথাতো আপনারা সবাই জানেন। North Korea দুশমনি সবগুলো শক্তিশালী দেশের সাথেই। কিন্তু তার দেশে হামলা করার ক্ষমতা এখন পযর্ন্ত কারো হয়নি। কারনটা হচ্ছে সে দেশের আর্মি। নর্থ কোরিয়ার কাছে আছে পৃথিবীর সবচেয়ে বড় সৈন্যদল। 7 লাখের মতো একটিভ আর্মি এবং 45 লাখের মত রিজার্ভ আর্মি। এছাড়াও 4200 ট‍্যাংক, 458 টি Fighter plans এবং ৮ ধরনের নিউক্লিউ বোমা রয়েছে। এতক্ষণে তো আপনারা বুজেই গেছেন এই ছোট্ট দেশে আক্রমণ করা কতটা বিপদজনক।


(পৃথিবীর শীর্ষ শক্তিশালী ১০ টি দেশের তালিকা | Top powerful 10 country in the world)


6. ইসরাইল (Israel)




ইসরাইল -বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ টি দেশের তালিকা


ইসরাইল একটি ছোট দেশ।তবে আশে পাশের সব দেশই প্রায় এর শএু দেশ। কিন্তু আজ পযর্ন্ত কোনো দেশ ইসরাইলকে হামলা করতে পারেনি। ইসরাইলের আর্মি সৈন্যদল মাএ ১ লাখ। তবুও কেন কোনো দেশ এই দেশকে হামলা করতে পারেনি? তার আসল কারন হলো ইসরাইলের প্রত‍্যেক মহিলাকে ২ বছর আর্মি ট্রেনিং নিতে হয়। এবং প্রত‍্যেক পুরুষদেরকে ৩ বছর আর্মি ট্রেনিং নিতে হয়। কারন, ঐদেশের আর্মি ট্রেনিং নেওয়া বাধ্যতামূলক। এই কারনে প্রতিটি নাগরিক আর্মি ট্রেনিংপ্রাপ্ত। 

বতর্মানে, ইসরায়েলের সেনাবাহিনীতে নারীদের যোগদানের হার বেড়ে গেছে। নারীরা স্বেচ্ছায় দেশের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিচ্ছে। আর ইসরায়েলের নারীদের মধ্যেও দিনে দিনে সেনাবাহিনীতে যোগদানের ইচ্ছা বেড়ে চলেছে। স্মাদারের ভাষ্য অনুযায়ী "একজন পুরুষ যা করতে পারে একজন নারীও তা পারে"।

তাছাড়াও, সবচেয়ে বড় কথা হলো- বিশ্বের শক্তিশালী দেশ আমেরিকার ও পূর্ন support রয়েছে এবং ইসরাইল আশ্চর্যজনক military default system আবিস্কার করে নিয়েছেন। যার কারনে কোনো দেশ যদি ইসরাইলের উপর হামলা করে তাহলে কোনো  bomb বা missile ইজরাইলের সিমানায় ঢুকার আগেই তা নষ্ট হয়ে যাবে। এজন্য ইসরাইল দেশ এক অদৃশ্য সুন্দর চাদর দিয়ে ঢাকা রয়েছে। আর এই জন্যই কোনো দেশ ইসরায়েলের উপর হামলা করতে পারেনা।

5. নেপাল (Nepal)




নেপাল -বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ টি দেশের তালিকা


আপনারা কি জানেন?

একসময় ব্রিটিশরা রাজত্ব করে গিয়েছে প্রায় অর্ধ বিশ্ব। এখনকার এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া সহ অনেক দেশেরই শাসন ক্ষমতা ছিল ব্রিটিশদের কাছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ব্রিটিশ শাসনের আওতায় থাকলেও এই উপমহাদেশেরই আরেকটি দেশ নেপাল কখনো ব্রিটিশদের উপনিবেশে পরিণত হয়নি। থেকে গেছে ব্রিটিশ শাসনের বাইরে। 

নেপাল দেশটিকে অনেকেই অনেক দুর্বল ভাবে।আসলেই নেপাল দেশটা দুর্বল নয়।পৃথিবীর সবচেয়ে বড় বড় পাহাড় দ্বারা এই দেশটি ঘেরা। নেপালের এক দিকে রয়েছে চীন আর অন‍্যদিকে রয়েছে ভারত। যদি কোনো দেশ নেপালের উপর হামলা করতে চায় তাহলে সে দেশকে অবশ্যই সর্বপ্রথম হিমালয় পাহাড়ের মতো এই বিশাল বিশাল পাহাড়কে পাড়ি দিতে হবে। 

 আপনাদের আরেকটি তথ্য জানিয়ে দেই, আকাশপথে যাত্রার জন্য নেপালকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করা হয়।কারন, নেপালের পাহাড়গুলো এতই উচু যে কোনো aircraft এর উপর দিয়ে যেতে পারবেনা। এতক্ষণে আপনারা বুজেই গেছেন নেপাল দেশটাকে হামলা করা কতটা বিপদজনক!

4. তুরস্ক (Turkey)




তুরস্ক - বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ টি দেশের তালিকা


বর্তমানে Muslim country'r মধ‍্য সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় তুরস্ক একটি। মুসলিম বিশ্বে তুরস্কই একমাত্র দেশ যে আমেরিকার প্রভাব ও সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারে ও করে। তুরস্কের কাছে পারমাণবিক অস্ত্র নেই, তাও তুরস্ককে পৃথিবীর শক্তিশালী দেশগুলোর তালিকায় রাখা হয়। তুরস্কের এই শক্তির উৎস কী? তুরস্ক কতটুকু শক্তিশালী?

তুরস্কের সবচেয়ে বড় শক্তি হলো তার ভৌগোলিক অবস্থান। তুরস্ক এশিয়া ও ইউরোপের সংযোগস্থলে অবস্থিত হওয়ার কারণে এই দুটি মহাদেশের দরজা হয়ে উঠেছে। তাই আমেরিকা ও রাশিয়া দুই শক্তিই চায় তুরস্ক যেন তাদের পক্ষে থাকে। 

আর বতর্মানে তুরস্ক ড্রোন, ট‍্যাংক, মিসাইল এই সবকিছু  নিজ দেশেই আবিস্কার করছে। বতর্মানে তুরস্কের সংখ্যা 7 লক্ষ 75 হাজার।এবং তাদের কাছে যুদ্ধ ট‍্যাংক রয়েছে 3 হাজার 22 টি। এবং যুদ্ধ বিমান রয়েছে ১ হাজার ৫৭ টি। তুরস্ক বতর্মানে Attack Drone ও Missile তৈরির জন্য বিশ্ববিখ‍্যাত।

3. চীন (china):




চীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ টি দেশের তালিকা

China বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। চীনের মোট জনসংখ্যা 140 কৌটির উপরে। যদি কোনো দেশ চীনের উপর হামলা করে তাহলে চীনের আর্মি আর  Default system এতটাই Advanced যে কোনো দেশকে নাড়িয়ে ফেলে দেবে। আর চীন নিজ দেশেই অস্ত্র সস্ত্র তৈরি করে থাকে। সাথে চীনের কাছে বিশ্বের Strong army force রয়েছে। এই দেশকে কোনো শএু পক্ষ হারানো এক কথায় অসম্ভব।

2. রাশিয়া(Russia)




রাশিয়া-বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ টি দেশের তালিকা


রাশিয়ার পৃথিবীর সবচেয়ে বড় এবং দূর্গম দেশ। দুনিয়ার অনেক জেদি রাজা যেমন নেপুলিয়ান হিটলার রাশিয়ার উপর অনেক বার আক্রমণ করেছিল। কিন্তু রাশিয়াকে কখনো হারাতে পারেনি। কারন এর ভ‍ৌগলিক অবস্থান। রাশিয়া বেশির ভাগ জায়গা বরফে ডাকা, পাহাড় আর গনজঙ্গলে ঘেরা রয়েছে। 

রাশিয়ার কাছে সাড়ে সাড়ে 9 হাজারের ও বেশি রয়েছে পারমাণবিক অস্ত্র । যদি পারমাণবিক অস্ত্রের দিক থেকে ভাবা হয় তাহলে রাশিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ। 1949 সালে রাশিয়া সর্বপ্রথম পারমাণবিক অস্র তৈরি করে। রাশিয়া এবং আমেরিকার মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরীর একটি প্রতিযোগিতায় চলতেছিল। রাশিয়ার কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র রয়েছে। যার কারনে রাশিয়াকে দখল করা অসম্ভব।

1. আমেরিকা (United states):




আমেরিকা -বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০ টি দেশের তালিকা

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের এক নম্বরের তালিকায় রয়েছে আমেরিকা।

আমেরিকার  কাছে এমন এমন শক্তিশালী অস্ত্র রয়েছে যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। আর ব‍্যবসা বানিজ‍্য অথবা সামরিক শক্তি সব ক্ষেএেই আমেরিকা সবার উপরে।পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে আমেরিকাকে দখল করতে পারবে।আমেরিকাকে দখল করা একেবারেই অসম্ভব।

আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ | Top powerful country in the world)


Follow us : Facebook

                   Youtube






No comments

Powered by Blogger.